জামালপুর প্রবাসীসহ ব্যবসায়ীদের জেল-জরিমানা

S M Ashraful Azom
জামালপুর প্রবাসীসহ ব্যবসায়ীদের জেল-জরিমানা

জামালপুর সংবাদদাতা:  জামালপুরে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে জরিমানাসহ দুই ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে জেলা প্রশাসন, একই সাথে বিদেশ ফেরত প্রবাসীকেও জরিমানাসহ হোম কোয়ারেন্টাইনে নিয়েছে।

২১মার্চ সকাল জেলার সাত উপজেলায় বিভিন্ন জায়গার বাজারে অভিযান চালিয়ে জেল-জরিমানার দন্ডাদেশ দেয়া হয়। জামালপুর  সদরে ৩ দোকানসহ এক বিদেশ ফেরতকে ৪৭হাজার টাকা, সরিষাবাড়ী তিনটি দোকানে ৫হাজার ও মুল্য বৃদ্ধি করে পন্য বিক্রির করার দায়ে বাউশি বাজারের সোহান ও গৌরচানকে ৩দিন করে জেল প্রদান, বকশিগঞ্জ ছয় দোকানে ৯হাজার, দেওয়ানগঞ্জ তিন দোকানে ৩৩হাজার, মাদারগঞ্জে এক বিদেশ ফেরতকে ৫হাজার, মেলান্দহ ৪ দোকানে ১ লাখ ২০হাজার টাকাসহ চরপলিশা গ্রামের ভারত ফেরত রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং ইসলামপুরে জনসমাগম করে বিয়ের অনুষ্ঠান করায় ৫হাজার টাকা জরিমানা করা হয় 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top