করোনা ভাইরাস ঠেকাতে তৈরি হচ্ছে ২০টি ভ্যাকসিন: ডব্লিইএইচও

S M Ashraful Azom
করোনা ভাইরাস ঠেকাতে তৈরি হচ্ছে ২০টি ভ্যাকসিন ডব্লিইএইচও
সেবা ডেস্ক: পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোধে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভ্যাকসিন তৈরির এসব প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’তে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় যে, এরইমধ্যে কিছু ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়ে গেছে। কোভিড ১৯–এর জিন সিকোয়েন্স তৈরির মাত্র ৬০ দিনের মাথায় এসব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এটি একধরনের রেকর্ড। এত কম সময়ে আগে কখনো কোনো রোগের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা যায়নি।

তবে নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে ১৮ মাস পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির জরুরি কর্মসূচির টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভে বলেছেন, সামর্থ্যের চেয়েও দ্রুত এগোতে পারছি আমরা। আগের গবেষণা নতুন ভাইরাসের ক্ষেত্রে কাজে লাগছে।

এছাড়া নির্বাহী পরিচালক মাইক রায়ান বলছেন, এত দ্রুত ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নেয়া কখনই সম্ভব হতো না, যদি না চীন ও অন্যান্য দেশ কোভিড ১৯-এর জিনেটিক সিকোয়েন্স অন্যান্য দেশকে না জানাত।

গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় চীনের উহান শহরে। এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৮০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ২ লাখ ৮৮ হাজার ৪৪ জন লোক আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৪৯ জনের।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top