ধুনটে অঘোষিত লকডাউনে চলছে বহুতল ভবন নির্মাণ

S M Ashraful Azom
ধুনটে অঘোষিত লকডাউনে চলছে বহুতল ভবন নির্মাণ

রফিকুল আলম,ধুনট (বগুড়া): চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অঘোষিত লকডাউন উপেক্ষা করে বগুড়ার ধুনট পৌর এলাকায় ব্যক্তি মালিকানায় একাধিক বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এসব নির্মান কাজের মধ্যে রয়েছে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার ধুনট পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে ভবন নির্মানের এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর এলাকার প্রতিটি মহল্লার অলিগলিতে বাঁশ ও কাঠের তৈরী বেড়া দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে ওই বেড়ার সাথে ঝুলানো হয়েছে কাগজে লেখা লডডাউন সাইনবোর্ড। কিন্ত সড়কের এই প্রতিবন্ধকতা মানছেন না কতিপয় ব্যক্তি।

এদিকে ভবন নির্মাণকাজের জন্য ইট, বালু, রড, সিমেন্ট ও অন্যান্য উপকরণ প্রয়োজন হয়। এসব নির্মাণকাজের উপকরণের জন্য ইট ভাটা, বালু মহল, রড, সিমেন্ট ও অন্যান্য দোকান বা প্রতিষ্ঠান গুলো খোলা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য ও ঔষধের দোকান ব্যতিত অন্য প্রতিষ্ঠান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে।

এসব নির্মান সামগ্রী পরিবহনের জন্য পৌর এলাকায় সড়কের বেড়া ভেঙ্গে মালবাহী ট্রাক চলাচল করছে। এছাড়া যেখানে ভবন নির্মাণের কাজ হচ্ছে, সেখানে অন্য এলাকা থেকে শ্রমিকরা আসছেন কাজ করতে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি বাড়ছে। প্রতিদিন সকাল থেকে এসব ভবন নির্মাণ কাজের শ্রমিকরা জড়ো হতে থাকেন কাজ শুরুর জন্য। পরে সামাজিক দূরত্ব না মেনে কোন নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই ভবন নির্মান কাজ করেন শ্রমিকরা।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বদশাহ বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষায় সরকারি নির্দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্ত কতিপয় অসচেতন ব্যক্তি সরকারি নির্দেশ উপেক্ষা করে বহুতল ভবন নির্মান কাজ করছেন। এসব ভবন মালিকদের কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। তারপরও আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top