সেবা ডেস্ক: করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্যে ও প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য বিধান মেনে চলে তার জন্যে বকশীগঞ্জের প্রতিটি এলাকায় মাইকিং করলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বকশীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি নিজেই মাইকিং করেন। বকশীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তিনি প্রচারনায় বলেন, আমরা কেউ যেন বিনা কারনে ঘরের বাইরে বের না হই, সব সময় সাবান দিয়ে হাত ধুই, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা বিষয়ক নির্দেশনা মেনে চলি, সব সময় মুখে মাস্ক পড়ে থাকি ইত্যাদি।