
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে কোন প্রকার নিরাপদ দূরত্ব না মেনে বিএনপি’র কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে করেছে বিএনপি।
জানা যায়, আজ রোববার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার কলেজ রোড এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এ সময় ত্রাণ নেওয়ার জন্য মানা হয়নি কোন প্রকার নিরাপদ দূরত্ব।
ত্রাণ বিতরনকালে সামাজিক দূরত্ব না মানায় অনেকেই ত্রান নিয়ে গিয়েও ত্রাণ নেননি।
ঘাটাইলের কলেজ রোড এলাকার দিন-মজুর শাহজাহান আলী জানান, বাসায় খাবার নেই, তাই আমি এখানে এসেছিলাম ত্রাণ নিতে। কিন্তু এসে দেখি কোন নিরাপদ দুরত্ব না মেনে হৈচৈ করে জনগন ত্রাণ নিচ্ছে, যারা এখানে ত্রাণ নিতে এসেছে, তাদের কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে এখানে যারা এসেছে তারও করোনায় আক্রান্ত হবে, এই ভয়ে আমি ত্রাণ না নিয়ে ফিরে যাচ্ছি, এখানে ত্রান নিতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া চেয়ে দুদিন না খেয়ে থাকায় ভালো।
একই এলাকার আরও এক সচেতন ব্যক্তি বলেছেন, করোনার এ সময় মানুষকে দান-দক্ষিনা করা ভালো, কিন্তু তা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে, তা না হলে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যরাও করোনায় আক্রান্ত হতে পারে।