সেবা ডেস্ক: সিঙ্গাপুরে নতুন করে আরো ১১৬ জন বাংলাদেশি প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে মোট করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৩৬০ জনে।
শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ২৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১৬ জনই বাংলাদেশি।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯১০ জন৷ আজ আরো ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৬০ জন। ৮ এপ্রিল ৩২ বছর বয়স্ক একজন ইন্ডিয়ান নাগরিকের মৃত্যু হয়।