কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের বিস্তাররোধে ঘরে থাকার আহবানে সাড়া দেয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের মানবিক সহায়তা দিয়েছে চালিতাডাঙ্গা নিউ ড্রিম অ্যাসোসিয়েশন।
সংগঠনটির শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে একশ ছিন্নমূল মানুষকে এই সহায়তা প্রদান করেন। মঙ্গলবার দুপুরে সংগঠনটির নিজ কার্যালয় থেকে এই সহায়তা সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সংগঠনের সভাপতি শামীম তালুকদার, সাধারন সম্পাদক আব্দুল কাদের প্রমূখ।