সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার। তিনি সখীপুর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাঠে চষে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন, দেশের এ ক্লান্তি লগ্নে ভোটের আশায় নয়, মানবতার তাগিদে দরিদ্র শ্রমজীবী যারা কয়েক সপ্তাহ ধরে কাজ করতে পারছে না, ভ্যান-রিকশা চালাতে পারছেনা তাঁদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করছি।
তিনি দাবি করেন, শুধু রাতে নয় দিনের বেলাতেও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে থাকা ৭০জন দরিদ্র ও আশপাশের আরও ৩০জনকে একত্র করে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বিতরণ করেছি।
জাহাঙ্গীর তালুকদার বলেন, আমি পৌরসভার ৯টি ওয়ার্ডের যারা দরিদ্র তাঁদের সকলকেই আমি চিনি-জানি। এরপরও গোপনে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে রাতের বেলায় ওইসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘর থেকে ডেকে তুলে খাদ্য সহায়তার প্যাকেট দিয়ে আসছি। আমি প্রতি রাতে ৩০ থেকে ৪০টি বাড়িতে যাচ্ছি। আমার টার্গেট ৭০০ থেকে ৮০০ পরিবারকে খাদ্য সহায়তা বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া