এই সময়ের এক রুপিও অনেক বড় দান : গম্ভীর

S M Ashraful Azom
এই সময়ের এক রুপিও অনেক বড় দান  গম্ভীর

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের মধ্যে অসহায়-দুস্থদের সহায়তায় এক টাকাও অনেক বড় দান বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনার গৌতম গম্ভীর।
গত মাসে ভারতে লকডাউন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩ মে পর্যন্ত। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।

ভারতের ক্রিকেট তারকারা ইতোমধ্যেই অসহায়-দুস্থদের পাশে দাড়িয়েছেন। আর্থিক সহায়তা ছাড়াও খাদ্য সামগ্রী দিয়েছেন অনেকে। সেই তালিকায় নাম আছে গম্ভীরেরও।

সরকারি ত্রাণ তহবিলে দিয়েছেন ২ কোটি রুপি ও দিল্লি সরকারের তহবিলে ১ কোটি রুপি দিয়েছেন গম্ভীর। বর্তমানে একজন সাংসদ হওয়ায় আগামী দু’বছরের বেতনও ত্রান হিসেবে দেয়ার কথা জানান তিনি।

গম্ভীর বলেন, ‘যদি সবাই একসাথে লড়াই করতে পারি, তবেই এই যুদ্ধে আমরা জিততে পারব। সকলেরই নির্দেশনা মানা উচিত। সরকারের দিক নিদের্শনা সবার অনুসরণ করা উচিত’।

যে যেভাবেই দান করুক, যেভাবেই সহায়তা করুক না কেন উদ্দেশ্য ঠিক থাকলেই হলো বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘আমি মনে করি দানের কোনো সীমা নেই। যদি একজন মানুষ মন থেকে এক রুপিও দেয় সেটাই অনেক বড় অবদান। তাই সকলেরই এগিয়ে আসা উচিত’।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top