গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে গোবিন্দগঞ্জ বাসীকে ঘর হতে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেছেন। গোবিন্দগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৫ জন করোনায় আক্রান্ত ।
তিনি তার ফেসবুক আইডিতে যা লেখেন তা হুবা হুব তুলে ধরা হলো, তিনি লেখেন- প্রিয় গোবিন্দগঞ্জবাসী,
অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গোবিন্দগঞ্জ উপজেলায় আজ নতুন করে ০৪(চার)জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন । গোবিন্দগঞ্জ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ০৫(পাঁচ) জন । গোবিন্দগঞ্জবাসী কে বিনীত অনুরোধ করছি, আপনারা অযথা ঘরের বাইরে বের হবেন না এবং সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে চলুন৷ দয়া করে সকলে ঘরে থাকুন ও নিরাপদ থাকুন। নির্দেশক্রমে, রামকৃষ্ণ বর্মন ,উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা।
উল্লেখ্য,দেশের মধ্যে ৫ ম স্থানে রয়েছে গাইবান্ধা জেলা বর্তমানে জেলায় ১২ জন করোনা আক্রান্ত বলে সরকারিভাবে জানা গিয়েছে। জেলায় করোনার আরেক ডেঞ্জার জোন খ্যাত নারায়নগঞ্জ ফেরত ব্যক্তি সংখ্যা অগণিত। তারা নারায়নগঞ্জ হতে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। অনেকেই আত্ম গোপন করেছেন। কেউ কেউ বাহির হয়ে আবার হারিয়ে যাচ্ছেন অনেক নাম জানা ব্যক্তিকেই নিয়ন্ত্রনে রাখা যাচ্ছেনা সেখানে নাম না জানা ব্যক্তিরা না জানি কতটা ছড়িয়েছে করোনা। এ মহুর্তে সকল ক্ষেত্রে লকডাউন মেনে চললে একমাত্র রক্ষা পাওয়া সম্ভব হবে । যেহেতু জেলার দরিদ্র মানুষের হার বেশী সেজন্য মানুষের ঘরে খাদ্যের ব্যবস্থা করা গেলে লক ডাউন সফল হতো। করোনা সংক্রমন রোধ করা না গেলেও নিয়ন্ত্রন করা যেতো। বর্তমান সময়েও যে অবস্থা শ্রমজীবীরা বেরিয়ে পড়ছেন। গাদাগাদি করে চলছেন অযাথা জনসমাগম ঘটিয়ে চলছেন এখন তারা করোনা নিয়ে উৎসুক হয়ে আছে রাস্তার কেউ বা বাড়ী সামনে দাড়িয়ে থাকে পুলিশ সেনাবাহিনীর কাযক্রম দেখতে অনেকেই আবার গাড়ী শব্দ শুনে ভৌ দৌড় দেয় । গাড়ী পার হয়ে গেলে যে সেই । জেলার মানুষ যদি নিজ হতে সচেতন না হয় তাহলে জেলাবাসীর জন্য মহাবিপদ জনক সময়ে এগিয়ে আসছে।
এদিকে আজও গাইবান্ধা জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা জুড়ে ৩২ টি মামলায় ১৮৬০০/- টাকা জরিমানা করা হয়। তবুও মানুষের মধ্যে ভীতি সৃষ্টি বা সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না ।