১৫০ একর জমিতে সালমানের বাগান বাড়ি, রয়েছে গণেশও!

S M Ashraful Azom

১৫০ একর জমিতে সালমানের বাগান বাড়ি, রয়েছে গণেশও!

সেবা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের একটি বাগান বাড়ি রয়েছে, একথা হয়ত অনেকেই শুনেছেন। তবে সেই বাগান-বাড়ির ভিতরটি ঠিক কেমন তা হয়ত অনেকেই দেখেননি।

মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের বাগান বাড়িটি (ছবি- টুইটার)
সালমান তাঁর বাগান বাড়িটির নামকরণ করেছেন আদরের ছোট বোন অর্পিতার নামে। এটা অর্পিতা ফার্মহাউস বলেই পরিচিত। (ছবি-টুইটার)
সালমান তাঁর বাগান বাড়িটির নামকরণ করেছেন আদরের ছোট বোন অর্পিতার নামে। এটা অর্পিতা ফার্মহাউস বলেই পরিচিত। (ছবি-টুইটার)
সালমানের বাগান বাড়িতে মা সালমা খান ও অন্যান্যরা।  (ছবি-টুইটার)
সালমানের বাগান বাড়িতে মা সালমা খান ও অন্যান্যরা।  (ছবি-টুইটার)
সালমানের এই বাগান বাড়িতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালানো হয় বলে জানা যায়।  (ছবি-টুইটার)
সালমানের এই বাগান বাড়িতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালানো হয় বলে জানা যায়।  (ছবি-টুইটার)
ভাগ্নে আহিলের সঙ্গে বাগান বাড়িতে সালমান।  (ছবি-টুইটার)
ভাগ্নে আহিলের সঙ্গে বাগান বাড়িতে সালমান।  (ছবি-টুইটার)

সালমানের বাগান বাড়িতে রয়েছে গণেশ মূর্তি। সলমন যে গণেশের ভক্ত একথা হয়ত এতদিনে অনেকেই জানেন।  (ছবি-টুইটার)


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top