করোনার সংক্রমন রোধে শেরপুর লকডাউন

S M Ashraful Azom
করোনার সংক্রমন রোধে শেরপুর লকডাউন

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ময়মনসিংহের শেরপুর জেলা লকডাউন ঘোষণা করেছে শেরপুর জেলা প্রশাসন। ১৫ এপ্রিল বুধবার রাতে জেলা কমিটির সিদ্ধান্তে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের সময় জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে শেরপুরে কেউ ঢুকতে পারবে না। এছাড়া এ জেলা থেকে অন্য জেলায় যাওয়া নিষিদ্ধ। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এছাড়া সব ধরনের জনসমাগম ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এর আওতামুক্ত থাকবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top