কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বৃহস্পতিবার দুপুরে টিসিবির সয়াবিন তেল কালো বাজারে বিক্রির সময় একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর হাটখোলায় মেসার্স মিলন ট্রেডার্সে অভিযান চালায়।
এসময় কার্টুনে থাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ৪ বোতল সয়াবিন তেল উদ্ধার করে। থানা পুলিশ এসময় দোকানের মালিক হরিনাথপুর দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের পুত্র মিল্টনকে (৩৫) আটক করে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “আটক দোকানীর ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে।”