ফতুল্লার শতাধিক হতদরিদ্র ঘরের দরজায় পেলো সেনাবাহিনীর ত্রাণ

S M Ashraful Azom
ফতুল্লার শতাধিক হতদরিদ্র ঘরের দরজায় পেলো সেনাবাহিনীর ত্রাণ

সেবা ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ঘরে ঘরে গিয়ে শতাধিক হতদরিদ্রের হাতে ত্রাণ পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর ইউএনও নাহিদা বারিকের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আল ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী এই ত্রাণ বিতরণ করেন।

মেজর আব্দুল্লাহ আল ফরহাদ বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে সিভিল প্রশাসনের সাথে থেকে করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সচেতন করছি। এখন যারা ত্রাণ পায়নি তাদের খোঁজ-খবর নিয়ে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি। আজকে শতাধিক পরিবারের ঘরে গিয়ে ত্রাণ পৌছে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সদর উপজেলা ইউএনও নাহিদা বারিক বলেন, সদরের ৭টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে দেয়া এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ পৌছে দিয়েছি। এছাড়া ৫০৩টি পরিবারে শিশু খাদ্য গুড়ো দুধ, সুজি, চিনি পৌছে দিয়েছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top