জামালপুরে এক গার্মেন্টকর্মীসহ আরো ৪জন আক্রান্ত

S M Ashraful Azom
জামালপুরে এক গার্মেন্টকর্মীসহ আরো ৪জন আক্রান্ত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। সরিষাবাড়ীতে দুই ব্যক্তি, সদর উপজেলায় এক নারী ও ইসলামপুরে এক নারী গার্মেন্টকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৬৫ জন।

সূত্র জানায়, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে ৩০ এপ্রিল রাতে চারজনের করোনা পজেটিভ আসে। বাকি ৭৯ জনের নমুনায় করোনা নেগেটিভ আসে।

নতুন করে আক্রান্ত চারজন জেলার সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের দুই ব্যক্তি, একজন সরিষাবাড়ী উপজেলা হাসপাতাল সংলগ্ন মাতৃছায়া ডায়াগনোস্টিক সেন্টারের মালিক এবং আরেকজন বিসমিল্লাহ ঔষধ বিতানের কর্মী।

এছাড়া জামালপুর শহরের খামাবাড়ি এলাকায় একজন গৃহিনী (২৮) এবং ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ ফকির পাড়া গ্রামের ঢাকাফেরত এক নারী গার্মেন্টকর্মীর (৩০) করোনা শনাক্ত হয়েছে।

জামালপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক মো. মাহফুজুর রহমান সোহান জানান,নতুন করে করোনা শনাক্ত হওয়া সদরের একজন গৃহিনীকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে এবং সরিষাবাড়ীর দুই ব্যক্তিকে জামালপুরে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইসলামপুরে শনাক্ত হওয়া ওই গার্মেন্টকর্মী ঢাকায় চলে গেছে। তাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার প্রচেষ্টা চলছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top