
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তিন কৃষককে পিটিয়ে মারাত্মক জখম করেছে। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মারপিটকারী ধুল্লা থানায় গিয়ে আহতদের নামে উল্টো অভিযোগ দায়ের করেছে।
স্থাণীয়সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার শুভগাছা ইউনিয়নের বড়বাড়িয়ায় চর এলাকায় মৃত চাঁনমহর শেখের পুত্র নুর আলম ধুল্লা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলো।
এসময় একটি গরু একই গ্রামের সিরাজুল সেখের জমিতে ঢুকে পড়লে ধুল্লার সাথে তার কথা কাটাকাটি হয়। পরে উভয়েই বাড়ি ফিরে যায়। ওইদিন সন্ধ্যায় ধুল্লা ও সিরাজুলের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে সিরাজুল তার তিন পুত্র কফিল, শামিম ও শাহিন মারাত্মক আহত হয়।
স্বজনেরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়। এরই ফাঁকে ধুল্লা থানায় গিয়ে তাদের নামে মিথ্যে অভিযোগ দায়ের করে।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।