সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে - সিটি মেয়র

S M Ashraful Azom
সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে - সিটি মেয়র

সেবা ডেস্ক:  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন চত্বরে ৯১ জন বর্জ্য ব্যবস্থাপনাকর্মী, ৬৭ জন বিদ্যুৎ শ্রমিক এবং একশ ২৫ জন দারোয়ানকে আট কেজি করে চাল এবং সবজি ক্রয়েরর জন্য একশত করে টাকা বিতরণ করেন।

 খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে, যাতে কোন অনিয়ম না হয় সে দিকেও বেশি নজর দিতে হবে। এই দুর্যোগে ত্রাণ বিতরণে নিম্নআয়ের কোন ব্যক্তি বাদ না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সবসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কারোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

 এসময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top