
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক গরিব কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন পুলিশ। ২ মে শনিবার দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা গ্রামে এ ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।
তিনি ওই গ্রামের গরিব কৃষক মোফাজ্জল হকের ৩০ শতাংশ জমির ধান কেটে দেন। এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক শফিকুল জাহিদুল ইসলাম জুয়েল ও স্থানীয় সামাজিক সংগঠন লোকাল ফয়েজ প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমানসহ স্টুডেন্ট পুলিশিং ফোরাম সংগঠনের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধান কাটায় অংশ নেন।