
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের সভাপতির নিজ উদ্যোগে সাংবাদিকদের মধ্যে পারসনাল প্রোটেকশান (পিপিই) দিয়েছেন। আজ শনিবার টঙ্গী প্রেসক্লাবে এসব পিপিই সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়।
করোনা মহামারির মধ্যে টঙ্গী প্রেসক্লাবের সদস্যরা যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্বায়িত্ব পালন করতে পারে, সে উদ্দেশ্যে সংগঠনের সভাপতি এম.এ হায়দার সরকার নিজস্ব অর্থায়নে এসব নিরাপত্তা সামগ্রী সহকর্মীদের মধ্যে বিতরণ করেন।
নিরাপত্তা সামগ্রী বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে, সরকারী নির্দেশনা সমুহ যথাযথভাবে পালন করে নিজ নিজ অবস্থান থেকে করোনা মহামারির ঠিক তথ্য জনসাধারণের সামনে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।