আসছে রোববার পরীক্ষার জন্য বিএসএমএমইউকে কিট দেবে গণস্বাস্থ্য

S M Ashraful Azom
আসছে রোববার পরীক্ষার জন্য বিএসএমএমইউকে কিট দেবে গণস্বাস্থ্য

সেবা ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালকে দেয়া হচ্ছে। রোববার করোনাভাইরাস শনাক্তে নিজেদের তৈরি কিট পরী্ক্ষার জন্য হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমরা বিএসএমএমইউ-কে কিট দেব। তারা যে পরিমাণ চাইবে সে পরিমাণ কিটই আমরা রোববার সরবরাহ করব। যেহেতু বিএসএমএমইউ-তে করোনা রোগীর টেস্ট হয়, সেহেতু তারাই পারবেন এই কিটের পরীক্ষা করতে।

ওষুধ প্রশাসন অধিদফতর অনুমতি দেয়ার পর বিএসএমএমইউ কর্তৃপক্ষ হাসপাতালের ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল্লাহ মুন্সীকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করবেন। এরপর তারা ওষুধ প্রশাসন অধিদফতরে প্রতিবেদন জমা দেবেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, তারা একেকটি নমুনা অন্তত পাঁচবার করে পরীক্ষা করে দেখেছেন। বিএসএমএমইউর পরীক্ষায়ও তারা সফল হবেন। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাছে এই কিট চাইছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট প্রথমে গ্রহণ করেনি সরকার।এরপর বুধবার মার্কিন প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের কাছে ৮০০ কিট চেয়ে চিঠি পাঠায়।এর পরদিন বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদফতর গণস্বাস্থ্যকে তাদের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দেয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top