সোয়া কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
সোয়া কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে ত্রাণ প্রতিমন্ত্রী

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি মে মাসে নতুন করে দেশের ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বৃহস্পতিবার বিকালে সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয় ও রাজাশনের ধরেন্ডা সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয় মাঠে দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভারের ইউএনও পারভেজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে পঞ্চাশ লাখ পরিবারকে ২০ কেজি করে চাল এবং আরও পঞ্চাশ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে মোট ১২৫০ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top