
কাজিপুর প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্যে ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন। যেহেতু এটি হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়, সেহেতু নিরাপদ দুরত্ব বজায় রাখলে এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা আ.লীগ দলীয় কার্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম উপরোক্ত কথাগুলো বলেন। এসময় নেতাকর্মিদের ধৈর্য ধরে নিষ্ঠার সাথে সাধারন মানুষের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, ‘আপনি কেমন নেতা তার প্রমাণ দেবার সময় এটি। ত্রাণ অনিয়মের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে নাসিম বলেন, ‘কোন সদস্য, চেয়ারম্যান, বা দলীয় লোক যদি ত্রাণ নিয়ে নয়ছয় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সম্পাদক আবু সায়েম প্রমূখ। পরে মোহাম্মদ নাসিমের নিজস্ব অর্থায়নে কাজিপুর সদর ইউনিয়নের একশ এবং পৌরসভার একশ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।