করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নতুন নতুন কৌশল নিচ্ছে সেনাবাহিনী

S M Ashraful Azom
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নতুন নতুন কৌশল নিচ্ছে সেনাবাহিনী

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগনের মাঝে নিরাপদ দূরত্ব নিশ্চিতে নতুন নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বাজারে খোলা রাস্তায় দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে দোকান। কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিয়ম অমান্য করলেও সচেতনতা বাড়ছে বলে মনে করছে সেনাবাহিনী।

রাজধানীর ৬০ ফিট এলাকার একটি রাস্তা। এই এলাকার বাজারের দোকানগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে রাস্তায়। শারীরিক দূরত্ব নিশ্চিতে বাজারের ক্রেতা সমাগম একমুখী করেছে সেনাবাহিনী। এতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সুফলও মিলছে কিছুটা।

তবে সুযোগ পেলেই নিয়ম ভেঙে মানুষের জটলা। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিকে এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top