ইসলামপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিহত

S M Ashraful Azom
ইসলামপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিহত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর সংবাদদাতা: জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের  ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গেট সংলগ্ন এলাকায় দুই মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইসলামপুরে কর্মরত এসিআইয়ের ভেটেরিনারি সেকশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হামিদুল ইসলাম নির্মমভাবে নিহত হয়েছেন। সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসিরা জানায় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সংলগ পৌছিলে তার বিপরিত দিক থেকে আসা এসিআইয়ের ভেটেরিনারি সেকশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হামিদুল ইসলাম (২৮) হোন্ডা যোগে যাওয়ার পথে দুই মটর সাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে হামিদুল মারা যান। নিহত হামিদুর মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর শহরের আদিয়ারপাড় এলাকার বাসিন্দা আব্দুল খালেক নূরানীর ছেলে।
 এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top