
সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার ও নদীর তীর রক্ষার কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদের সামনে থেকে এই কাজ শুরু হয়। এর পাশাপাশি আমফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয়ে প্রবেশকৃত লবণপানি অপসারণেও কাজ শুরু হয়েছে। পরবর্তীতে নদী শাসন করে ক্ষতিগ্রস্ত এই দুই কিলোমিটার (গাবতলা আশার আলো মসজিদ হয়ে বগি পর্যন্ত) অংশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান। আমফানের এক মাস পরে হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
স্থানীয় এমডি শাহিন হাওলাদার, সবুজ শিকদার, রাজ্জাকসহ কয়েক জন বলেন, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পাশ থেকে বাঁধ সংস্কার শুরু হয়েছে। এতে আমরা খুশি হয়েছি। হয়ত কিছুদিন শান্তিতে থাকতে পারব। কিন্তু নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে এই দুর্দশা কমবে না বলে দাবি করেন তারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ঘূর্ণিঝড় আমফানে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এলাকায় বাঁধ সংস্কার শুরু হয়েছে। আশা করি দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে। এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার শেষ হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।