
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণে সরকারি ওষুধ জব্দ সহ এক ব্যবসায়ীকে আটক করেছ টাঙ্গাইল ডিবি (উত্তর)।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঘাটাইল ডট কম প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল ডিবি (উত্তর) পুলিশ গতকাল সোমবার (১৩ জুলাই) জেলার ঘাটাইল উপজেলার বিস্তীর্ণ পাহাড়িয়া অঞ্চলের কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘সুমাইয়া মেডিকেল হল’ এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করা হয়।
সে সময় কাজলা এলাকার ‘সুমাইয়া মেডিকেল হল’ এর মালিক ওয়াহেদ আলীর ছেলে নিজাম উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ।
পরে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।