
শুনানীকালে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান, নাটুয়ারপাড়া পুশিশফাঁড়ির আইসি পরিদর্শক গৌতম চন্দ্র মালী, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিমসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘ সবাইকে জিজ্ঞেস করেছি। কিন্তু কেউই চাল বিক্রির কথা স্বীকার করেনি। অনেক কিছু জানতে পেরেছি যা এই মুহূর্তে বলছি না। পলাতক চাল ব্যবসায়ী আমিনুল ইসলাম মন্ডলকে আটক করতে পারলে সবকিছু জানা যাবে।’
গত শুক্রবার (৩ জুলাই) গোপন সূত্রের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মালী গুলের মোড় আমিনুল ইসলাম মন্ডলের চালের দোকানে অভিযান চালিয়ে সরকারি সিলমোহর যুক্ত ২৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।