
সেবা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সুরুজ্জামান নামে ডাকাত দলের এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার ভোর রাতে গোড়াই হাইওয়ে থানার টহল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাত সুরুজ্জামান (৪০) উপজেলা সদরের পুষ্টকামুরী পুর্বপাড়ার (সড়ক ও জনপথ অফিস সংলগ্ন) মনসুর ব্যাপারির ছেলে।
পুলিশ জানায়, রাত চারটার দিকে সুরুজ্জামানসহ ৫/৭ জন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া ট্রেড ইন্টারন্যাটনাল পেট্রোল পাম্পের প্রায় ২০০ গজ পশ্চিমে ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় হাইওয়ে পুলিশের টহল টিম সুরুজ্জামানকে চাপাতি ও মোবাইল ফোনসহ আটক করে। এসময় ডাকতদলের অন্য সদস্য গ্রেপ্তার সুরুজ্জামানের ভাই নুরুজ্জামান (৪৫), লক্ষন (৩৮), জুয়েল (৩০), সাগর (৩৩) অজ্ঞাত নামা আরও একজন দৌড়ে পালিয়ে যায় বলে গ্রেপ্তারকৃত সুরুজ্জামান পুলিশকে জানিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।