কুড়িগ্রামে বিভিন্ন সময় জব্দকৃত গাজা ধ্বংস

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে বিভিন্ন সময় জব্দকৃত গাজা ধ্বংস

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি  :  কুড়িগ্রাম কোর্ট মালখানায় রক্ষিত বিভিন্ন বিচারাধীন মামলায় জব্দকৃত ১৪৫১ কেজি গাজা ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জজ কোর্টের পুরাতন ভবণ এলাকায় ২০১৫ সাল থেকে ২০১৭ সালে আলামত হিসেবে সংরক্ষিত এসব গাজা পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর হেডকোয়ার্টার কল্লোল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়, কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল প্রমুখ।

উল্লেখ্য কুড়িগ্রাম কোর্ট মালখানায় ২০১৫ সালের ৫৩টি মামলার ৫৭৯ দশমিক ৯৬০ কেজি গাজা, ২০১৬ সালে রক্ষিত ২৮৮ দশমিক ৪৭০ কেজি গাজা ও ২০১৭ সালে সংরক্ষিত ৫৮২ দশমিক ৯৬৩ কেজি গাজাসহ মোট ১ হাজার ৪৫১ দশমিক ৩৯৩ কেজি গাজা ধ্বংস করা হয়।

কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায় জানান, বাজারে প্রতি কেজি গাজা ১০ হাজার টাকার উপরে বিক্রয় করা হচ্ছে। সে হিসেবে আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৫ লক্ষ টাকার উপরে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top