একদিকে করোনা অন্যদিকে বন্যা, দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসীরা

S M Ashraful Azom
0
একদিকে করোনা অন্যদিকে বন্যা, দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসীরা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একদিকে করোনা অন্যদিকে এক মাস ধরে বন্যা দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসীরা। বন্যার ও করোনা কারনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। বন্যা কবলিতদের বিশুদ্ধ পানির অভাব ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ পানিবাহিত  রোগ। 

জানাগেছে. বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বুধবার বিপদসীমার ৭০সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র, সহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফায় পানি বৃদ্ধির ফলে প্রায় এক মাস ধরে পানিবন্দী রয়েছে উপজেলার আড়াই লাখের বেশি মানুষ। বন্যা দুর্গত এলাকায় কর্মহীন মানুষদের ঘরে ঘরে চলছে খাদ্য সংকট। 

এদিকে নলকুপ এবং পয়নিষ্কাষন ব্যবস্থা বন্যার পানিতে ডুবে থাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি প্রাকৃতিক কাজকর্মে ব্যহত হচ্ছে। দীর্ঘদিন বন্যা পানিতে অবস্থান করায় দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বরাদ্দের পাশাপাশি ভিজিএফের চাল, নগদ টাকা ছাড়াও রুটি ও খিচুড়ি রান্না করে বন্যা দুর্গত এলাকায় বিতরন করা হচ্ছে। সেই সাথে দুর্গত এলাকায় পশু খাদ্যও বিতরন করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরন করা ত্রানে দুর্গত এলাকার চাহিদা মিটছেনা। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও বন্যার কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় মেডিকেল টীম গঠন করা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে মেডিকেল টীম কাজ করে যাচ্ছে। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল জানান-আমরা বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছি। প্রতি নিয়তই বন্যার্তদের পাশে আছি ত্রান বিতরনের পাশাপাশি গো-খাদ্য বিতরন কার্যক্রম অব্যহত আছে। এদিকে বুধবার  জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও বিভাগীয় কমিশনার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে ত্রানসামগ্রী বিতরন করেছেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top