
মাহবুবুর রহমান (টঙ্গী, গাজীপুর) : গাজীপুর টঙ্গীতে পুলিশের জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করলেন জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমাদের এখন আরও সচেতন করতে হবে। গাজীপুর এখন করোনা হটস্পট হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন মানুষ এখনো সচেতন হয়নি।এখনো ও সাধারণ মুখে মাস্ক দেখা যায় না। তাই আমাদের আরো সচেতন করতে হবে।
এছাড়া করোনা ভাইরাস কালীন পুলিশ সম্মুখ ভাগে কাজ করতে গিয়ে অনেক সদস্যই মারা গেছেন।তবুও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হয়নি।
এসময় আরো উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম, তদন্ত ওসি মোঃ জাহিদুল ইসলাম,এস আই মোঃ শাহিন মোল্লা,এস আই মোঃ রাজিব হাসান, এস আই মোঃ আবুল কাশেম,এস আই শুভ মন্ডল,এস আই মোঃ জহির,এস আই মোঃ লিটন ও এস আই সাইদুল সহ অন্যান্যরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।