
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজারে গতকাল ৭ জুলাই মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ বিদেশি চোরাই মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪।
আটক চোরা কারবারির নাম মো. আরিফুল ইসলাম (২৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামের মো. আশরাফ মুন্সির ছেলে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সোনাকুড়া গ্রামের জনৈক সুমার আলীর বসতবাড়ির উঠান থেকে চোরা কারবারি মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।
তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি চোরাই লাল-কালো রংয়ের টিভিএস-১২০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা মাত্র।
আটক চোরা কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
র্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।