
রেজাউল করিম বকুল, প্রতিনিধি: কাফ দারুচিনি স্পন্সরে বাইকিং ফটো কন্টেস্ট ২০২০ এবং বিবিএইচ ঈদ ট্যুর উপলক্ষে সামাজিক ওয়েব সাইট ফেইসবুক পেইজ ভিত্তিক সংগঠন বিডি বাইক হান্টারের উদ্যোগে শেরপুরের শ্রীবরদীতে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংগঠনের সেরা এডমিন হিসেবে ২০২০ বর্ষের প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
সমাবেশে সংগঠনের পরিধি বৃদ্ধিসহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন ও পুরুষ্কার বিতরণ করেন অতিরিক্ত স্পন্সর রহুল আমিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা ও সংগঠনের এডমিন আজিজুল হাসান ওমান, আরিফুল ইসলাম রনি, আলী আযম মুক্ত, মিনহাজ ইবনে আমিন, মুসাইবির হোসেন বাবু প্রমূখ। সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে বাইক হান্টারের এডমিনরা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।