
কাজিপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার আনন্দ বানভাসীদের সাথে ভাগাভাগী করে নিতে তিনশ পঞ্চাশ পরিবারকে সহায়তা দিয়েছে কাজিপুরের মুজিবপাড়া দুস্থ কল্যাণ সংস্থা।
রবিবার দুপুরে উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের সবচেয়ে বেশি কষ্টে থাকা বানভাসী পরিবারকে নৌকাযোগে আটা, চিড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কুট ও খাবার স্যালাইন পৌঁছে দেয়া হয়েছে।
১৫ জন শ্রমজীবি মানুষের নিজস্ব অর্থায়নে এই সহায়তা সামগ্রি বিতরণ করেন সংগঠনের সভাপতি শাহ আলম, সম্পাদক রাজু আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন জীবন, সদস্য আকাশ, শাকিল, সুলতান প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।