
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর দৈনিক ইনকিলাব প্রতিনিধি,ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানীর মাতা লৎফর রহমান খান লোহানীর সহধর্মিনী মোছাঃ জবেদা খাতুন সোমবার রাত ৯টায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছয় পুত্র, দুই কন্যাসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় আশরাফুল উলুম মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইসলামপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।