
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে গৃহহীন হয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত ২০০ পরিবারকে সহায়তা দিয়েছেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার দুপুরের দিকে যমুনা নদীর সহরাবাড়ি ঘাট এলাকায় আনুষ্ঠানিক ভাবে গৃহহীনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া জেলার সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে সহায়তা প্রদানের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতি বগুড়া’র সহসভাপতি নাজিফা চৌধুরী, কোষাধ্যক্ষ রওশনারা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরি ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান।
সহায়তাপ্রাপ্ত বেশীর ভাগ পরিবার দীর্ঘ বিশ বছর ধরে বৈশাখীর চরে বসবাস করতেন। এবারের বন্যায় এই চরটি বিলীন হয়ে যায়। ফলে গৃহহীন পারিবারের লোকজন বাঁধে আশ্রয় নিয়েছেন। তাদের মানবেতর জীবন যাপনের বিষয়টি জেনে পুনাকের মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, সয়াবিন তেল ও লবনসহ তাদের পাশে দাঁড়ান। গৃহহীন পরিবারের লোকজন পুনাকের সহায়তা পেয়ে খুব খুশী হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।