
বকশীগঞ্জ প্রতিনিধি: গতকাল ৫জুলাই বুধবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গার্ডেন চত্তরে আনুষ্ঠানিক ভাবে একটি চারাগাছ রোপন করে শুভ উদ্বোধন করা হয়েছে।
রোপনকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার নেতৃত্ব দেন। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, কৃষি বিভাগে কর্মকর্তা আজাদ, শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রমতে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সাংগঠনিক শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন বকশীগঞ্জ অফিস কর্তৃক আয়োজিত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।