মেলান্দহ রেলস্টেশন চত্বরে জলাবদ্ধতা

S M Ashraful Azom
0
মেলান্দহ রেলস্টেশন চত্বরে জলাবদ্ধতা

জামালপুর সংবাদদাতা : সামান্য বৃষ্টিতেই জামালপুরের মেলান্দহ রেলস্টেশন চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি এখন নিত্যদিনের। প্রায় ৮/১০ যাবৎ এই দুর্ভোগের শিকার যাত্রীসাধারণ এবং স্টেশনের ব্যবসায়ীরা। 

জানা গেছে, বৃটিশ আমলে রেল স্টেশন স্থাপনের সময় পানি নিষ্কাশনের জন্য স্টেশনের উত্তরে এবং দক্ষিণে পৃথক দু’টি জলাশয় বা পুকুর খনন করা হয়। ইতোমধ্যেই একটি পুকুর ভরাট করে দখলে নিয়েছে প্রভাবশালী মহল। আরেকটি পুকুরও প্রায় দখলের পথে। স্টেশন এরিয়াতে অপরিকল্পিতভাবে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়েছে। বর্ষাকালে স্টেশন এরিয়ায় সদর রাস্তাটিও চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এ মতাবস্থাঅয় রাস্তাটি সংস্কারে এবং উচু করার কারণে জলাবদ্ধতা আরো বৃদ্ধি পেয়েছে। 

যাত্রীদের অভিযোগ, রেল যাত্রীর সেবার মান বৃদ্ধি এবং বৃষ্টিপাত থেকে রক্ষার জন্য কিছুদিন আগে স্টেশন প্লাট ফরর্মের উপর ছাউনি নির্মাণ করা হয়। একই সাথে প্লাট ফরমও সংস্কার করা হয়। ছাত্রী ছাউনিতে নি¤œমানের মালামাল ব্যবহার করায় এখনই তা নষ্ট হতে চলেছে। 

স্থানীয় বাসিন্দা এবং স্টেশন বাজার ব্যবসায়ী ডা. জয়নাল আবেদীন ও শফিকুল ইসলাম চৌধুরী জানান-রেলের আইন ভঙ্গ করে স্থাপনা নির্মাণের কারণেই এমনটা হয়েছে। রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সদিচ্ছা ছাড়া এর সমাধান সম্ভব নয়।

এ ব্যাপারে মেলান্দহ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক জানান-রেলের পুকুর ভরাটের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় মেয়র আলহাজ শফিক জাহেদী রবিনকেও জলাবদ্ধতার বিষয়ে অবগত করানো আছে। তিনি পয়নিষ্কাশনে পদক্ষেপ নিতে আশ^স্ত করেছেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top