স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

S M Ashraful Azom
0
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা


সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৫ জন। এর মধ্যে ১১ জনের নাম দেয়া হয়েছে। বাকি চারজনের নাম ফাকা রাখা হয়েছে। প্রকাশিত কমিটিতে ২১ জন সহ-সভাপতির মধ্যে দুইজনের নাম ফাকা রাখা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক চারজন, এর মধ্যে একজনের নাম ফাকা রাখা হয়েছে। বাকি তিন হলেন- খায়রুল হাসান জুয়েল, মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম। সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, অন্যান্য সম্পাদক পদে ৪৮ জন এবং সদস্য পদে ৫০ জনকে নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

গত বছরের ১৬ নভেম্বর সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নির্মল রঞ্জন গুহ ও কে এম আফজালুর রহমান বাবু। একইদিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা হয়। উত্তরে ইসহাক মিয়া সভাপতি ও আনিসুর রহমান নাঈম সাধারণ সম্পাদক এবং দক্ষিণে কামরুল হাসান রিপন সভাপতি ও তারিক সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে আরো রয়েছেন- অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থ ও  প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, আইন বিষয়ক সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান টিপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড.বদিউজ্জামান ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , মো. আক্তার হোসেন ভূঁইয়ার  রিমন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. আলী আবরার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিহাবুজ্জামান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কোবাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার  মোর্শেদ আকন্দ জাস্টিস, মহিলা বিষয়ক সম্পাদক ছালমা হাই টুনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান ছিন্টু, ডিজিটাল ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এমএ হান্নান,

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ফয়সাল আহসান উল্লাহ, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ,মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহিনুল ইসলাম, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, জনসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়েদুল হক খান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক ইকবাল হোসেন,স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল,প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু,

শিল্প উন্নয়ন বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, শ্রম বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পলাশ, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ,মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল,
পানি বিষয়ক সম্পাদক রুহুল বড়ুয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top