
কাজিপুর প্রতিনিধি: “তিনবার তলায়ে সবশেষ সরকার থেকে দেয়া রোপা আমন আর গাইনজার চারা লাগালাম। হেইডাও গেলো। এখন কি করমু।” কথাগুলো বলছিলেন নাটুয়ারপাড়া চরের চাষী রহিম মিয়া। এবারের বন্যায় তার তিনবিঘা জমির রোপা আমন ও গাইনজা ধানের খেত পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের যমুনা নদীর পানি সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চরাঞ্চলের বিস্তির্ণ এলাকার রোপা আমন খেত পানিতে তলিয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩২ মিটার। যা বিপৎসীমার (১৫.২৫ মিটার) ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পাউবো সূত্র জানায়, চলতি বছরের জুনের প্রথম থেকেই যমুনা নদীর পানি কাজিপুর পয়েন্টে বাড়তে শুরু করে। গত ২৮ জুন বিপৎসীমা অতিক্রম করে। এরপর ৪ জুলাই থেকে আবার কমতে শুরু করে এবং ৬ জুলাই বিপৎসীমার নিচে নেমে যায় যমুনার পানি। ৯ জুলাইয়ের পর ফের বাড়তে থাকে এবং ১৩ জুলাই দ্বিতীয় দফায় বিপৎসীমা অতিক্রম করে কাজিপুর পয়েন্টে। টানা ২৫ দিন দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার পর ৭ আগস্ট যমুনার পানি উভয় পয়েন্টেই বিপৎসীমার নিচে নেমে যায়। এর মধ্যে কয়েক দফায় যমুনার পানি কমতে ও বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজিপুর পয়েন্টে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে যমুনার পানি। এরপর থেকে যমুনার পানি দুটি পয়েন্টেই হ্রাস-বৃদ্ধি হতে থাকে। ১ অক্টোবর কাজিপুর পয়েন্টে আবারও বিপৎসীমা অতিক্রম করলো। এতে করে সর্বশেষ রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চল জুড়ে লাগানো কাইনজা ধান পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, ‘শেষের এই বন্যায় অনেক ক্ষতি হয়ে গেলো।” আমরা ক্ষতি নিরূপণে কাজ করছি।”
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, টানা বর্ষণের কারণে যমুনায় পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। তবে এটা নিয়ে আতংকের কোন কারণ নেই। বৃষ্টিপাতের কারণেই যমুনাসহ অভ্যন্তরীণ নদীগুলোর পানি বাড়ছে। দু-একদিনের মধ্যে পানি স্থিতিশীল হতে পারে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।