ঘাটাইল প্রতিনিধি: ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্ত¡র থেকে একটি র্যালী বের হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা,বিআরডিবির চেয়ারম্যান মো.রুহুল আমিন,যুব অফিসার মো.ইমারান হোসেন প্রমুখ। আলোচনাসভা পরিচালনা করেন সমাজসেবা অফিসার আসাদুল ইসলাম। আলোচনা সভা শেষে যুব উন্নয়নে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ৫ জন যুবক ও যুব মহিলার মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।