ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বাধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী আর রেজা, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন প্রমুখ।
অনুষ্ঠানে আত্ম কর্মসংস্থানের লক্ষে ২৯জন যুবরেদর মাঝে ১৪ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ, সার্টিফিকেট ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।