এক বছর পর মাঠে ফিরে দুর্বার বাংলাদেশ

S M Ashraful Azom
0
এক বছর পর মাঠে ফিরে দুর্বার বাংলাদেশ


শামীম তালুকদার: দীর্ঘ এক বছর পর মাঠে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে ২-০ গোলে।
 
বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপচে পড়া দর্শক উপস্থিতিতে শুরু থেকেই উজ্জীবিত স্বাগতিকরা। দশম মিনিটে গোলের খাতা খোলেন নাবিব নেওয়াজ জীবন। প্রথমার্ধে আরও বেশ কটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ৭৫ মিনিটে বদলী হিসেবে নেমে মাহবুবুর রহমান সুফিল স্কোরলাইন ২-০ করেন।

এদিকে এক সপ্তাহ থাকার পরও ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে আর ফ্লাডলাইটে অনুশীলনের সুযোগ পায় সফরকারীরা। করোনার থাবায় বেশ কয়েকজন খেলোয়াড়কে না পেলেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তাঁরা। ছেড়ে কথা বলতে চায় না বাংলাদেশও। 

এসএ গেমসে হারের বদলার আশায় আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। একাদশ-কৌশল আগে থেকেই ঠিক করা জেমি ডের। হেড কোচ বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন নেপালের সঙ্গে দ্বৈরথকে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top