শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩০ অক্টোবর শুক্রবার আরবি ১২ ই রবিউল আওয়াল উপজেলার ধর্মপ্রাণ মুসলমান নানা আয়োজনে পালিত হয়।
বকশীগঞ্জ পৌরসভার কাগমারীপাড়া কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে মসজিদে বাদ্ আসর হতে রাতব্যাপী বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আলোচনা, মিলাদ, জিকির, বয়ান ও তবারক বিতরণের আয়োজন করে।
এতে আলোচনা করেন উপজেলার প্রখ্যাত হাফেজ আলহাজ্ব মোঃবাবুল মিয়া হুজুর,ইমাম কাগমারীপাড়া জামে মসজিদ,আলহাজ্ব মোঃ রেজাউল করিম মাস্টার,ইমাম পুরান টুপকার চর কেন্দ্রীয় জামে মসজিদ,মৌলানা মোঃ শমশের আলী মাস্টার,পোড়ার চর দাখিল মাদ্রাসা ইসলামপুর,আতর আলী মুন্সি সাবেক ইমাম টুপকার চর(পুরান) দক্ষিণবাড়ি প্রমুখ।ওয়াজেনরা বিশ্ব নবীর জীবনী সঠিকভাবে জেনে এর মর্মবাণী সকলের নিত্যজীবনে অনুশীলন ব্যপারে বলেন তবেই রয়েছে দুনিয়া আখেরাতে মুক্তি।
উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ সরিফ উদ্দিন,সাবেক কমিশনার বকশীগঞ্জ ৪ নং ওয়ার্ড,সহ সভাপতি মোঃ আঃ কাদের মাস্টার, আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমী,ক্যাসিয়ার মোহাম্মদ আলী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা,কাগমারী পাড়া জামে মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব নুর ইসলাম, মোঃ আজল শেখ, মোঃ জলিল শেখ সহ গ্রামের গন্যমান ব্যাক্তিবর্গ। উল্লেখ্য সমগ্র উপজেলায় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বস্ব স্থানে ঈদ এ মিলাদুন্নবী পালন করে।।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।