দলীয় নেতাকর্মিদের প্রতি কঠোর হুশিয়ারী দিলেন মনসুর প্রৌপুত্র জয়

S M Ashraful Azom
0
 
দলীয় নেতাকর্মিদের প্রতি কঠোর হুশিয়ারী দিলেন মনসুর প্রৌপুত্র জয়

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মিদের প্রতি কঠোর হুশিয়ারী দিলেন শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর প্রৌপুত্র নাসিম তনয় তানভির শাকিল জয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। দাদা মনসুর আলী ও বাবা মোহাম্মদ নাসিমের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে জয় বলেন, ‘ কাজিপুরের জন্যে তারা আমৃত্যু কাজ করে  গেছেন। অনগ্রসর একটি জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে তারা অনেক কিছু করেছেন। আজ নির্বাচনের সময় আপনাদের মধ্যে মত পার্থক্য  দেখা দেয়া এবং তার জন্যে নৌকার ভোট কমে যাবে এটা মেনে নেয়া  হবে না।’   
মঙ্গলবার বেলা বারোটায় উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জয় আরও বলেন, ‘ যারা নৌকার ভোট বেশি  টানতে পারবেন তারাই শেখ হাসিনার প্রকৃত কর্মী, কাজিপুরের উন্নয়নের সাথী। আর যারা বসে আছেন, ভাবছেন এমনিতে সব ভোট চলে আসবে তাদের মতো নেতাকর্মির এই মুহূর্তে  দরকার নেই। ’ 
এসময় তিনি দলমত ভুলে আগামী ১২ নভেম্বরের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। 
উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা  ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, সাবেক মেয়র জিএম তালুকদারসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ.লীগের নেতাকর্মিগণ। পরে জাতীয় চারনেতা ও মোহাম্মদ নাসিম স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top