অনাহারে-বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন শ্রমিক নেতা হযরত আলী

S M Ashraful Azom
0
অনাহারে-বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন শ্রমিক নেতা হযরত আলী


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের পশ্চিম জালালপুর গ্রামের সিএনজি ড্রাইভার ও শ্রমিক লীগ নেতা হযরত আলী (৬৫) সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন। শয্যাশায়ী এই হতদরিদ্র ড্রাইভারের একদিকে অনাহারে অপরদিকে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। সরেজমিনে হযরত আলীর বাড়িতে গিয়ে এমন চিত্র পাওয়া গেছে।

 হযরত আলী বলেন-ডাক্তার জানিয়েছে, চিকিৎসার জন্য কমপক্ষে ৩লক্ষাধিক টাকার প্রয়োজন। এই টাকা আমার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। বর্তমানে পরিবার চালানোর জন্য উপার্জনক্ষম কোন লোকও নাই। মাদ্রাসা পড়–য়া মেয়ে সবুজা আক্তারের মাসে টিউশনির ৫/৭ টাকা পেতেন। করোনার কারণে সেটাও বন্ধ। উপার্জনক্ষম একমাত্র ছেলে বাদশা মারা যাবার পর আমিই ছিলাম সংসারের একমাত্র উপার্জনকারি। 

জানা গেছে, ১৮ডিসেম্বর/২০২০ রাতে হযরত আলী জামালপুর থেকে সিএনজি চালিয়ে বাড়ি ফেরার পথে বুরুঙ্গা কমিউনিটি ক্লিনিকের সামনে বিশ^রোডে একটি পিকআপ ভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। একই সাথে ড্রাইভার হযরত আলীর হাত-পা-কোমর থেতলে যায়। এতেই শেষনয়, মাথা এবং চোখেরও ক্ষতি হয়। মুমুর্ষুবস্থায় জামালপুর থেকে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু হযরত আলীকে ঢাকায় নিয়ে চিকিৎসা নেবার মতো পর্যাপ্ত অর্থ নাই। 

হযরত আলীর মেয়ে সবুজা আক্তার জানান-আমার বাবা মেলান্দহ পৌরসভার ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। আমার বাবার দেয়া শ্রমিক কল্যানের নামে চাঁদার টাকারও হদিস নেই।

পৌর শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী জানান-সড়ক দুর্ঘটনার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়েছি। কিন্তু অর্থ বিনে চিকিৎসা করানো যাচ্ছে না। হযরত আলীর জীবন বাঁচাতে সরকার বা সমাজের বিত্তশালী-দানবীরদের নিকট সহায়তা কামনা করেছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top