কাজিপুরে এক কিলোমিটার রাস্তায় ঢাকাগামী বাসের জট

S M Ashraful Azom
0
কাজিপুরে এক কিলোমিটার রাস্তায় ঢাকাগামী বাসের জট



কাজিপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর শেষে আবারো ঢাকাগামী বাসের জটলা সিরাজগঞ্জের কাজিপুরে। উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোাঝাই প্রায় শতাধিক বাস মঙ্গলবার (১৮ মে) ভোরে কাজিপুরের সোনামুখীতে আটকে দিয়েছে থানা পুলিশ। 

এতে করে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোন যানবাহন ঢুকতে পারছে না। এদিকে বাসের যাত্রীরা পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে হৈ হুল্লোড় করছেন।  কিন্তু থানা পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। 

রহিম নামের একজন যাত্রী জানান, ‘ ট্রাকে গাদাগাদী করে মানুষ যাচ্ছে তখন করোনা ধরবে না আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে। এটা কেমন নিয়ম।’ 

সালমা নামের একজন পোষাক কারখানার শ্রমিক জানান, ‘ ভাবছিলাম ঈদে বাড়ি যাবো না।  হঠাৎ বাবা মারা গেলেন ঈদের আগের দিন। বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকুরি চলে যাবে।’ 

মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন এলেন এমন প্রশ্নের উত্তরে আল রাহা  পরিবহনের একজন চালক জানান, ‘ভাবছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারমু। কিন্তু এখানেও আটকে দিলো। গাড়ি না চললে আমরা পরিবার পরিজন নিয়ে কি খামু।’

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, ‘ সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কোন গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশ্যে কাজিপুর হয়ে যেতে দেবো না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরৎ পাঠিয়েছি।’  এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত  অনেক যাত্রী গাড়ি থেকে নেমে রাস্তায় বিক্ষোভ করছে।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top