রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক কৃষক ও তাঁর স্ত্রীকে মারপিটে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন উপজেলার পারধুনট গ্রামের কৃষক গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী শাহেরা বেগম।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহেরা খাতুন বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পার ধুনট গ্রামের গোলাম মোস্তফা পেশার একজন কৃষক। তার সাথে একই গ্রামের ঠান্ডু মিঞার সাথে পুর্বশত্রুতা রয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঠান্ডু মিয়া ও তার লোকজন পারধুনট তিনমাথা এলাকায় গোলাম মোস্তফার ভাড়া দেয়া দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
গোলাম মোস্তফা প্রতিপক্ষের কাছে ভাংচুরের কারণ জিজ্ঞাসা করলে তাকেও মারপিট করে। এসময় তার স্ত্রী এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকেও মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ওই রাতেই গোলাম মোস্তফার স্ত্রী বাদি হয়ে থানায় ঠান্ড মিয়াসহ ৬জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।