উল্লাপাড়ায় ১৬ মামলার আসামি বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

🕧Published on:

উল্লাপাড়ায় ১৬ মামলার আসামি বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার



উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাশকতাসহ ১৬ মামলার আসামি মোঃ হায়দার আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার চরকালিগঞ্জ তার গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ মন্ডল জানান, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাশকতা সহ ১৬ মামলার আসামি মোঃ হায়দার আলীকে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

হায়দার আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। ট্রেন ও এমপি তানভীর ইমামের নির্বাচনী বহরের মোটর সাইকেল পোড়ানো মামলাসহ গুরুত্বপূর্ণ দেড় ডজন মামলা রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে। 

শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।