‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে দাবা প্রতিযোগিতা-২০২১ শুরু
সেবা ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে দাবা প্রতিযোগিতা-২০২১ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, আলাউদ্দিন সাজু প্রমুখ।
শতাধিক শিশু-কিশোর দাবাড়ু দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এর আগে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী'’ গ্রন্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।